মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

কৌতুক ১

একটু প্রাণ খুলে হাসুন মন ভাল রাখুন ।

গ্লু স্টিক

বাবা ছেলেকে বলছেঃ প্রতিদিন সামান্য ব্যাপার নিয়ে চিত্‍কার করে বাড়ি মাথায় তোলা তোর মা আজকে এতো চুপচাপ বসে আছে কেন রে?
  • ছেলে : তেমন কিছুনা বাবা । মা আমার কাছে লিপস্টিক চেয়েছিল , কিন্তু আমি শুনেছি গ্লু স্টিক ।
  • বাবা : গড ব্লেস ইয়্যু সান !!

আশরাফুলের সঙ্গে
  • এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গেল। তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল :

  • তুমি কার সঙ্গে থাকতে চাও, মায়ের সঙ্গে?
  • মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়!
  • তাহলে বাবার সঙ্গে?
  • না, বাবাও ভীষণ পেটায়!
  • তাহলে কার সঙ্গে থাকতে চাও?
  • আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই। ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!

সারপ্রাইজ

  • ইচ্ছে করতাছে বিয়াডা কইরাই ফালাই ।
  • তো এই জন্যে কাজী অফিসে ও গেছিলাম . . . 
  • আমি: আসতে পারি ?
  • কাজী: আসুন ।
  • আমি: ধন্যবাদ ।
  • কাজী: বসুন এবং বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ?
  • আমি: জ্বি . .(ম ম ম) মানে এক জন ছাত্রের বিয়ে করতে কি কি লাগে ?
  • কাজী: কার জন্য?
  • আমি: আ আ আমার জন্য ।
  • কাজী: পাত্রী লাগবে,এস এস সি পরীক্ষার সনদ, দুই জন সাক্ষী , একশ টাকার স্ট্যাম্পে র একটা দলিল । আর বাকি থাকে কাবিন নামা ।ঐটার ব্যবস্থা আমি করব । বাকী গুলার ব্যবস্থা আপনি করেন ।
  • আমি: সব ব্যবস্থাই করতে পারব । তয়একটা কথা ছিল ।
  • কাজী: কী কথা ?
  • আমি: পাত্রীর এই খানে আসাটা কী জরুরি? ওরে না জানায়া কাজটা সারাযায় না ?
  • ধরেন ওরে একটা সারপ্রাইজ দিলাম আর কি !!! 
এক লুল ছাত্রের উত্তরঃ

  • >>>আমি পাতিহাঁস পছন্দ করি। পাতিহাঁস পানিতে থাকে। পানি পান করে। আমিও পানি পান করি। আমার প্রতিবেশী আংকেল অবশ্য এলকোহল পান করে। মা বলেছেন এলকোহল খুব খারাপ। এটা নাকি গান্ধীজীও বলতেন। তিনি অবশ্য খুব ভালো লোক ছিলেন। তার একটা লাঠি ছিল। লাঠি পানিতে ভাসে। পাতিহাঁসও পানিতে ভাসে। পাতিহাঁস পানিতে গোসল করে। আমিও পানিতে গোসল করি। আমার গোসল করতে মাত্র ৫মিনিট লাগে কিন্তু পাতিহাঁস সারাদিন ডুবাডুবি করলেও কেউ কিছু বলেনা। আমার পাতিহাঁসের ঝাল ফ্রাই খুব প্রিয়। তাই আমি পাতিহাঁসকে খুব ভালোবাসি।
একটু সময় নিয়ে পড়ুন

একটি ছেলে স্কুলে গিয়ে নতুন …শিখেছে, প্রতিটা কাজই মুল্যবান.. . কোনো কাজই ফেলনা নয়…
  • সব কাজেরই একটা অর্থ/ মূল্য আছে…
  • এছাড়া কীভাবে বিল করতে হয়, তাও তাকে শেখানো হয়েছে…
  • একদিন ছেলেটি তার মা’র কাছে গিয়ে একটা বিল জমা দিল…
  • মা ছেলের দেয়া চিরকুটটা পড়লেন…
  • ছেলে লিখেছেঃ-
  • ১. গাছে পানি দেয়াঃ ১০ টাকা
  • ২. দোকান থেকে এটা-ওটা কিনে দেয়াঃ ১৫টাকা
  • ৩. ছোট ভাইকে কোলে রাখাঃ ৪০টাকা
  • ৪. ডাস্টবিনে ময়লা ফেলাঃ ২০টাকা
  • ৫. পরীক্ষায় ভালো রেজাল্ট করাঃ ৫০টাকা
  • ৬. মশারী টানানোঃ ৫ টাকা
  • মোটঃ ১৪০ টাকা!!
  • মা বিলটা পড়ে মুচকি হাসলেন…
  • তারপর তার আট বছরের ছেলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন…
  • তার চোখে পানি চলে আসছে…
  • তিনি এক টুকরো কাগজ নিয়ে লিখতে লাগলেন….
  • ১. তোমাকে ১০মাস পেটে ধারনঃ বিনা পয়সায়
  • ২. তোমাকে দুগ্ধপান করানোঃ বিনা পয়সায়
  • ৩. তোমার জন্য রাতের পর রাত জেগে থাকাঃ বিনা পয়সায়
  • ৪. তোমার অসুখ-বিসুখে তোমার জন্য দোয়া করা, সেবা করা, ডাক্তার এর কাছে নিয়ে যাওয়া,তোমার জন্য চোখের পানি ফেলাঃ বিনা পয়সায়
  • ৫. তোমাকে গোসল করানোঃ বিনা পয়সায়
  • ৬. তোমাকে গল্প,গান,ছড়া শোনানোঃ বিনা পয়সায়
  • ৭. তোমার জন্য খেলনা, কাপড় চোপড় কেনাঃ বিনা পয়সায়
  • ৮. তোমার কাথা ধোওয়া, শুকানো, বদলে দেওয়াঃ বিনা পয়সায়
  • ৯. তোমাকে লেখাপড়া শেখানোঃ বিনা পয়সায়
  • ১০. এবং তোমাকে আমার নিজের থেকেও বেশি ভালোবাসাঃ সম্পূর্ন বিনা পয়সায় …
  • অতঃপর সন্তান তার মার হাত থেকে বিলটা নিয়ে নিচে ছোট্ট করে লিখে দিল=এ বিল জীবন দিয়েও পরিশোধ করা সম্ভব নয়।
  • সন্তান এর চোখ এর কোনায় তখন অশ্রুর অবস্থান
  • পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং নিঃস্বার্থ ভালবাসা হল মায়ের ভালবাসা।
  • সেই মাকে যেন আমরা কোনভাবেই কষ্ট না দেই।
আলাদীন এর প্রদীপ


· বল্টু হঠাৎ একদিন সত্যি সত্যি আলাদীন এর প্রদীপ পাইয়া গেল !!
· প্রদীপের দৈত্যকে বললঃ আমাকে এমন এক গাড়ি দেও যা ভর্তি মেয়ে থাকবে, আর এমন একটি পকেট দেও, যা ভর্তি টাকা টাকা থাকবে!!!!! !
· দৈত্যঃ ঠিক আছে তবে তাই হোক। কাল থেকে তুই ইডেন কলেজএর যাওয়া আসার বাসের কন্ট্রাক্টরি করবি!
মহিলা ট্রাফিক
     · এক মহিলা ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করলো ……
· পুলিশ : থামুন
· মহিলা : আমাকে যেতে দিন আমি একজন টিচার
· পুলিশ : আহ…..এই মুহুর্তটার জণ্য সারাজীবন অপেক্ষা করেছি ,এখন আপনি খাতায় ১০০ বার লিখুন “”আমি জীবনেও আর ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করবো না””

এটা কার বাচ্চা?

· বিদেশ থেকে দুবছর পর বাড়ি ফিরে জয়নাল দেখল তা বউয়ের কোলে ছয় মাসের একটা বাচ্চা।
জয়নাল তার বউকে বলল, এটা কার বাচ্চা ?
কার আবার? আমার।
 কী, বলো কে আমার এ সর্বনাশ করেছে? নিশ্চয়ই আমার বন্ধু কাউসার হারামজাদা
বউ চুপ।
তাহলে নিশ্চয়ই শয়তান কুদ্দুস?
না।
 তাহলে বজ্জাত আরিফ?
না, তাও না।
তাহলে কে সে?
তুমি শুধু তোমার বন্ধুদের কথাই বলছ, আমার কি কোন বন্ধু থাকতে পারে না!
 Mobile: 01717-868196
Powerd by : MiloN--> FOR YOU...